বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে দুই ডাকাত ও এক মাদক কারবারি আটক 

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে দুই ডাকাত ও এক মাদক কারবারি আটক 

গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত ও ৪৫ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। 

শুক্রবার (২০ অক্টোবর) মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লস্কর চালা এলাকায় ডাকাতি প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহিদ হাসান ও মারুফ হোসেনকে এবং অপরদিকে ৬নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় শাহজালালের বাড়ির সামনের ইট সলিং রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ ইয়াবাসহ বিল্লাল হোসেন বাবুকে আটক করে পুলিশ। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ০১ সুইচ গিয়ার চাকু, ০১ টি চাপাতি ও ০১ টি রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফি বলেন,  গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

টিএইচ